প্রাণের বায়ু না মেলে আজি,
শ্বাসের ক্লেশ যে ঝরে-
হায় বিধাতা কিসের লাগি;
জীবন আঁধার করে।
কত যে শ্বাস অকালে ওঠে,
নিভিয়ে ভবের খেলা-
জীবন বায়ু নাই যে জোটে;
অভাগার ভাঙ্গে বেলা।
কত স্রোতে আর বইবে কায়া,
ব্যাধির পীড়ন তাপে,
করোনার ওই কড়াল ছায়া-
বিনাশ জয়ের ঘাতে।
হৃদ মাঝারে রাখবো না ভয়,
চলি ভীতি ত্রাস ছেড়ে-
জীবন যুদ্ধে আসবে বিজয়;
মহামারী ছোটে হেরে।