ওই যে দেখো সকাল হতে উড়ছে কত শত,
ত্রিরঙা ধ্বজা পবনে দোলে না করে মাথা নত-
দুলছে কেমন কর্ম নিয়ে হাসছে কেমন চেয়ে;
মনের মাঝে দুখের অশ্রু ক্লান্তি সেথা নিয়ে।

বছর ভারে জর্জরিত স্বাধীনতা আজ তুমি,
শৌর্য বীর্য জীবনদানের সংগ্রাম বুকে তুলি-
তাপ পরিতাপ সাম্য মৈত্র স্বেচ্ছা নীতি কত;
শাসন তন্ত্র কৌশল কলা প্রতারিত কত শত।

বাস্তু হারার কত সংগ্রাম জীবন বলির মাঝে,
রক্ষাকবজ বুকেতে নিয়ে এসেছো মোদের কাছে-
তাই আজ ভাবি কত যে আঘাত সয়েছো দিনের পর ;
স্বাধীনতা মানে গিয়েছি কি ভুলে, করেছি তোমায় পর ?

আজ কি মোরা স্বাধীন হয়ে ভরেছি মোদের আশা ?
চেয়েছি যা কিছু মিলেছে কি সবার জীবন পথের ভাষা -
উত্তর তাই সদা খুঁজে চলে ক্লান্ত অমর জ্যোতি;
প্রশ্ন ভারে না হয়ে ন্যুব্জ জ্বালাও তোমার দ্যুতি।