সূর্য্য কেমন চন্দ্রিমাকে কৃত্য জ্ঞাপন ক'রে,
তেজের কিরণ নিভিয়ে দিয়ে আসছি বলে চলে-
চন্দ্রশেখর ছোট্ট দেহে সৌম কলা নিয়ে;
পোষণ করে সকল প্রাণের মেলার সুধায় ছেয়ে।
দিনটা সারা নিদ্রা যাপন রাতের জোছন স্নানে,
চন্দ্রপ্রভা মাতাল সুরায় জীবন আশায় মাতে-
পূব আকাশে সারাটা দিন আলোর জ্যোতি মেলে;
তপন কেমন দেয় যে উঁকি সাগর কিরণ ঢেলে।
বেলার শেষে হৃদের কোণে মৃদু প্রভার দেশে,
চাঁদনি শশী হয় যে হাজির শ্বেতাঙ্গিনীর বেশে-
সূর্য তখন যায় তো চলে ঘুমের জাদুর রেশে;
এমন তরেই সূর্য শশী বাঁচায় মোদের শেষে।
যুগান্তরের রবি শশীর অটুট বাঁধন ভরে,
দিবস রাতের শত জাগরণ উষ্ণ শীতল করে-
নয়ন জুড়ে রঙের ধনুক চলুক সারা ক্ষণ;
জীবন মোদের উঠুক ভরে শ্যামল কান্তি মন।