এক যে ছিল সুহৃদ আমার বয়সে খানিক বড়,
দেখতে শুনতে মন্দ নাকো শরীর বড় সড়।
সুযোগ পেলেই ঘুমায় কেমন স্থানের মায়ায় নাতো,
গরম জবর গলার স্বরে কাজ যে গোছায় শত।
মনটা নরম টাকার খেলায় মোটেও নাকো মাতে,
খাবার কথায় মন গলে না স্বল্প খাওয়ার পাতে।
মায়ায় দয়ায় হৃদয় বড়ো দশের সেবায় থাকে,
আফিস যে তার বাড়ির কাছেই জমির সেবায় খাটে।
এমন মিত্র পায় যে কজন হোক না নামে বুড়ো,
মন্দ ভালোয় মাতায় সুজন মোদের সুখেন খুড়ো।