স্বপনে সহসা জাগি সরস লাজে,
জলপরী উঠিল অপার সাজে-
সুরভিত মন বয় মায়াবী ঝলকে;
শান্ত স্নিগ্ধ আঁখি ছায়ার পরশে।

স্বপন ভাঙ্গিয়া জাগি বিষাদ বুকে,
আশা ভরা ব্যথা রয় নিঝুম রাতে,
কিবা করি রাখি তা হৃদয়ে যতনে;
ভব বেলা বয়ে যায় নিরাশ গগনে।