কুড়ির যত সব কষ্ট,
গুড়িয়ে ফেলে করো নষ্ট;
নতুন দিনে সবার প্রাণে-
আনুক সুখের নতুন মানে।

কেউ রেখো না দুঃখ মনে,
ভাইরাসটার বলির তালে;
খুশিতে বাঁচুক নতুন দিন-
দুঃখ যেন হয় বিলীন।