এই যে আজি ডাকলো পার্টি,
চললো হরতাল-
হলো কি লাভ ভেবে না পাই;
ভাবি আকাশ পাতাল।
চললো গাড়ি ভুগলো মানুষ,
উঠলো দলের ঝান্ডা-
সরকার তবে চুপ না রহে;
পড়লো কতক ডান্ডা।
চললো মিছিল উঠলো স্লোগান,
জিন্দাবাদের সুরে-
আপিস যে যার পথেই চলে;
থাকে না বেসুরে।
ক্ষণিক তবে রুখলো বাহন,
উঠলো পারদ চড়ে-
ট্রেনের চাকা কয়েক ক্ষণই
স্তব্ধ হিংসা প'রে।
কি লাভ যে হয় ভেবে না পাই,
বারংবার তা ভাবি-
এ ভাবেই কি বিরোধ দিয়েই;
ঘুচবে পথের দাবি ?