লক্ষ তারার ইরফান তুমি,
রেখে গেলে কত স্মৃতি-
মহা জীবনের প্রস্থানে তুমি;
লহ প্রণামের স্তুতি।
দেশের বড় দুঃসময়ে আজি,
কাল কে করেছো সাথী-
হে বলীয়ান অকাল প্রয়াণে;
দিয়ে গেলে মহা ফাঁকি।
শূন্য চেতনে আসন আজি,
সারা জগৎ করেছো জয়ী-
বিশ্ব সভায় চিত্রে তুমি;
সোনার পদকে বিজয়ী।
মারণ রোগে সহেছো কত,
যাতনা করেছে সাথী-
যোদ্ধা তোমায় সেলামে ভরি;
বেঁচে থাক যশো কৃতী।