সময় যে যায় বয়ে বদলের তালে,
হৃদয় আধারটাকে নিয়ে সাথে কালে-
মন তবু বাঁধা পড়ে মায়াভরা কলে;
গহন মনন স্মৃতি জ্বালাময় ছলে।
ভরা কায়া কল্পনা ডুব দেয় জলে,
পড়ে মনে ব্যাথা বহু অনুভবে পলে-
ঘোলা আঁখি ভরে ওঠে কত শত জলে;
অবুঝ মায়ায় ভাসে শিকলের ক্ষণে।
আজ তাই আঁকি বসে আলপনা ভরে,
চেতনার সবকটা চোরাপথ ধরে-
সময়ের বদল যে খুঁজে ফিরি বারে;
জীবনের ফেলে আসা গলিপথ ধরে।
ভাবি আজি সময়টা বদলের সাথে,
কেন না যে বদলায় চেতনার লাজে-
মেলে না তো অঙ্কটা বদলের তরে;
স্মৃতি ভরা অনুধ্যান শুধু মনে জাগে।