সেই ছোট্ট কালে যেমন করে,
কোলে নিতাম তুলে-
স্নেহের পরশ বুলিয়ে দিয়ে;
আদর দিতাম দুলে।
ছোট্ট ছিলিস মুক্ত মনে,
না ছিল বাঁধন হৃদে-
কান্না গুলো ভুলিয়ে দিতাম;
আজব কথা দিয়ে।
আজ তাই চেয়ে মনের কোণে,
মনের আশা ছেড়ে-
ভাবি যে বসে আপন ছলে;
অচল আদর কেড়ে।
আদর সোহাগ পরশ বাড়াই,
না ছুঁয়ে যায় তোকে-
ভাববি বসে এ কেমন মশাই;
সাহস না পাই বুকে।
সেসব স্মৃতি আজও জাগে,
যখন সামনে দাঁড়াস হেসে-
নেত্র ভরেও মন যে কাঁপে;
আদর মাখা দেশে।
আজ ভাবি তুই বড্ডো বড়ো,
লাজুক নয়ন মুখে-
ইচ্ছা সকল বুকে বেঁধে;
দেখি উজাড় চোখে।