লাজুক হেসে চুপটি করে,
শান্ত হৃদে দাঁড়াও যখন-
হিয়ায় খেলে তড়িৎ চমক;
ঠিক শত যুগ আগে যেমন।
সেই আঁখিদ্বয় ওষ্ঠ যুগল,
প্রাণের মেলায় কম্প যখন-
দুরু দুরু বুক লজ্জা পরশ;
লুকিয়ে রাখা মাতন যেমন।
নূপুর ধ্বনির সুর তুলে ওই,
একটু ঝলক দৃষ্টি যখন-
আবেগ মিঠা চপল নয়ন;
মনের মাঝে সোহাগ যেমন।
লুকিয়ে বাঁচা ঈপ্সতা সব,
চিত্তে মুকুল ভরে যখন-
হৃদয় পাখির অন্তরালে;
মিলন ভেলায় কাঁপে যেমন।
পূর্ব জনম স্মৃতির আবেশ,
মালায় গাঁথা ছবি যখন-
রোমন্থনেই দিন ভাসে সব;
দুই জনমেই অলীক যেমন।