কালের নিয়মে বইছে সময় সঙ্গে নিয়েছে ক্ষণ,
স্মৃতির পাতায় চমকে ওঠে অশান্ত এই মন-
কত শত মুখ প্রাণে ওঠে ভেসে নেই যে তারা আজ;
কালের প্রলয়ে ডুবে গেছে তারা স্মৃতিহারা সব সাজ।
স্বপ্নে ভরা দিনগুলো আজ রং মাখা সাদা কালো,
সেদিনের যত সময় গুলো ছিল যে ভীষণ ভালো-
নাভিশ্বাসের বেড়াজালে আজ আটক রয়েছে শ্বাস;
বন্ধ হওয়া দমের জোয়ারে মেটে না যে কোনো আশ।
ভালোবাসা আজ বিদ্রোহ করে অভিমানে গাঁথা প্রাণ,
বাস্তবতার কঠিন সমরে পরাজয় মানে মান-
অস্থিরতার ঘূর্ণিপাকে সদা হার মানে ছন্দ;
ছোট্ট ছিলাম ভালোই ছিলাম না ছিল মনের দ্বন্দ্ব।
স্মৃতির দোলায় হৃদয় আজি প্রলয় খোঁচায় জব্দ,
ক্ষত বিক্ষত মনের দুয়ারে নেই তো কোনো শব্দ-
তাই আজ ভাবি মন নিয়ে যাই অজানায় বহু দূর;
মুক্ত দিশায় শান্ত তিমিরে প্রাণ খুঁজে পাক সুর।