সেই ছায়াঘন নদী কূলে, মনে পড়ে আলো ?
হাত দুটো বুকে তুলে, কত বেসেছিলে ভালো-
খুঁজি ফিরি সেই গাঁথা, আজ তব ছায়া মাঝে;
বুকে সহে শত ব্যথা, নিরালায় ভব সাঁঝে।
হৃদয়ের ধ্বনি সুরে, মনে পড়ে দিন সব;
জীবনের স্মৃতি মুড়ে, ভেসে চলি মেখে রব-
ধূসর ওই মেঠো পথ, অদূর গাঁয়ের পানে;
বুড়ো সেই বটগাছ, নীরব হিয়ায় টানে।
ছবি আঁকা যত কথা, আবেগের তরে ভরে;
সোনাঝরা কত স্মৃতি, হৃদ মাঝে মনে পড়ে-
মনে পড়ে কত খেলা, রং করা কলরব;
চুপিসারে স্মৃতিমাখা, উঁকি মারে কথা সব।
অপলক চেয়ে চেয়ে, কত সুখী হাসা;
ভারী হৃদে তারা আজ, নীলাকাশে ভাসা-
মেঘমালা সেই পথে, মনে পড়ে আলো?
মনটা উজাড় করে, কত বেসেছিলে ভালো।