স্মৃতিগুলো তোর ঐ চাই যেতে ভুলে,
জীবনের অঙ্কটা বসেছি যে খুলে-
আজও পারিনা হায় কিছু মেলাতে;
না সুখ সদা দুখগুলো চির বিলোতে।
বিনিদ্র রাতগুলো চাই যেতে ভুলে,
আঁখি মাঝে বারিঝড় রাখি সদা তুলে-
করুণ হৃদয় মোর ঢাকি চাঁদ বুকে;
না বলা কথা কতো রয় সেথা ফুটে।
জ্বলন্ত ক্ষণ যত চাই যেতে ভুলে,
পরশের মায়াভরা সেই ছোঁয়া তুলে-
প্রাণে আজও ভরা দুখ তোর আধ্যানে;
এলোমেলো মন ওই ঝরে তুফানে।