শত দূরে ছায়াপথে তারাগুলো আজ,
যায়নি তো নিভে তার আলো ভরা সাজ-
কত তারা হয় শেষ তবু রহে রাঙা;
তাই বুঝি সদা জাগে স্বপনেতে তারা।
জীবনের ছবিঘরে স্মৃতিগুলো আজ,
কিছু তারই হৃদ মাঝে করে যে বিরাজ -
কত স্মৃতি হয় শেষ তবু রহে জাগা;
তাই বুঝি সদা জাগে স্বপনেতে তারা।
তারা মাঝে স্মৃতি কিছু ভরা থাক আজ,
না পারি তো মুছে দিতে হৃদয়ে সজাগ-
জীবন স্মৃতির পটে তারা সমাহার;
স্মৃতি তারা জমে বুকে গড়ুক পাহাড়।