কত সুর কত কথা গিটারের তানে,
কত হাসি স্বর ছিল ভরা ভবো সাঁঝে-
ভরে ছিল ভালোবাসা মহা সমারোহে;
তাজা প্রাণ মায়া কত হৃদ ছায়া তলে।

পিতা মাতা পরিবার সুখী সংসার,
বিবাহ বাঁধনে ভাসে সবে দুই কাল-
বিধির অনলে হায় জ্বলে গেল সব;
কালো মেঘ বজ্রে প্রলয়ের রব।

অনর্থ এ কি হায় অকাল প্রয়াণ,
হিসাবের গরমিল না তো বোঝা যায়-
নয়ন রতন শোকে বিহ্বল ভারে;
প্রিয়তম আত্মা চলে পরপারে।

ঝরে পড়ে পরিণয় ছিন্ন যে তাজ,
বাঁধন হারা সাথী বড় একা আজ-
ছল ছল আঁখি জলে সংসার ভাসে;
হৃদয়ে লালন খোকা নেই আজ পাশে।

বিধাতার এ কি রোষ ভরা ভবো সাঁঝে,
বধিল নয়ন জ্যোতি ধরণীর মাঝে-
দাও জয় শক্তি মাতা পিতা প্রাণে;
খুঁজে পাক স্মৃতি প্রাণ জীবনের মানে।




[মাত্র 29 বছর বয়স। একটি মাত্র সন্তান। সম্পর্কে আমার ভাইপো এবং ছাত্র। এই 20 nov বিয়ে হলো। 22 nov বৌভাত হলো।
24 Nov রাত 11-30 টায় massive heart attack।  রাত 12-15 এ আমাদের ছেড়ে চলে গেলো। হসপিটালে নিয়ে যাবার পথেই মৃত্যু। ভীষণ pathetic মৃত্যু।
কিছুতেই কেউ মেনে নিতে পারছি না নব বিবাহিত সতেজ তরুণ অনিরুদ্ধ- এর এই অকাল প্রয়াণ। কিচ্ছু করতে পারলাম না আমরা।]