লক-ডাউন অহদিন অহনিশি জুড়ে,
শৃঙ্খলে আছি মোরা ধর্মকে ভুলে-
করোনা অসুরের বিষ প্রতিঘাতে;
শ্বাসহীন কুগ্রহ যাক নিপাতে।
এত সহ মানবতা তবু কি যে নাই,
কিছু মানুষের বোধ হারিয়েছে ভাই-
বুদ্ধি ভ্রংশে ক'রে মতির জবাই;
রদ না করে তারা মেলামেশাটাই।
তবু মোরা হারবো না করবো যে জয়,
অবুঝ মানবজনে করো প্রাণময়-
করোনাকে নির্মূল সংহার পণ;
দেশটারে বাঁচাবার করি আহ্বান।