শবের ওপর শবের পাহাড়,
           ভরছে লাশের আধার-
                   আর কতকাল এই হাহাকার;
                           ভরবে দুখের আঁধার।
                           ভবের কর্মে অকাল পতন,
                   জন পরিজন নাকাল-
           চিন্তা দখল নিচ্ছে যখন;
অর্থ বলের আকাল।
হায় বিধাতার কিরূপ গড়ন,
            চলছে কেমন খেলা-
                     নেতা নেত্রী ধরছে চরণ;
                           আসন কাড়ার মেলা।
                           ভাবনা চেতন রয় যে কাহার,
                    স্বজন হারার জীবন-
             ভুখা পেটে নেই যে আহার;
মড়ক ভয়াল শোষণ।


              পারিনা কি তবে মুক্ত ঠাহরে,
                   দীনদুখী কুলি তরে-
              আশার আলোয় দুহাত ধরে;
                   মানবতা দিই ভরে।