আজিকে মননে বিপদাশঙ্কা,
প্রকাশ না পায় আগে-
হৃদয় ব্যাথায় অন্ত বেদনা;
ভরে সদা মনো মাঝে।
আজিকে মননে সওয়াল ওঠে যে,
কর্ম বহু যে বাকি-
ধরণীজালকে জড়িয়ে রয়েছি;
যায় কি দেওয়া ফাঁকি।
ভাবানুভূতির চেতন দোলনে,
সহে না মনে যে আর-
ভব সংসারে মানবের কাজে;
যেন থাকি অবিরাম।