এলো আবার নতুন সকাল,
অরুণালোকে আকাশ মাতাল-
পুরোনো সূর্যে নবীন সাজ;
সুবাস মলয় গগনে আজ।
গাছের শাখে হরিৎ বাহার,
মন যে মাতে কল্পে কাহার-
বিষাদ মনের নেই যে গল্প;
মন মাঝে রয় মাটির গন্ধ।
প্রাণ জুড়ে ধায় বাঁশীর সুর,
মেঠো পথে যায় কোন সুদূর-
ক্ষেত ছাড়িয়ে নদীর চর;
শিমুল শাখে টিয়ার ঘর।
চেনা বহু সেই শিমুল গাছ,
তোর আশাতেই টিয়ার সাজ-
লাল ঠোঁটের ঐ লুকানো সুখ;
লাজে রাঙানো মোদের মুখ।
সূর্য আভায় নামে যে ঢল,
লাল ঠোঁটে ঠোঁট রাঙাই চল-
মানবে না আজ মনের দ্বন্দ;
শিমুলতলেই ফিরবে ছন্দ।