সেই মেয়ে আঁখি মুদে ছিনু আমি,
সয়েছি যে ঝরা বুকে ভ্রষ্টামি-
কতো কাল হৃদে ছিল দুখো গাঁথা;
ছিল সাথে নত শিরে যত ব্যথা।
সেই মেয়ে আঁখি মুদে ছিনু আমি,
সয়েছি যে ভাঙ্গা বুকে নোংরামি-
বেঁচে ছিনু ছেঁড়া হৃদে ভাষা হারা;
ভেসেছি যে চোরাস্রোতে দিশেহারা।
সেই মেয়ে আঁখি মুদে ছিনু আমি,
ভয়ে কতো প্রতিবাদ ভুলে থাকি-
আপোষ আর অপমানে জ্বলে কায়া;
অধিকার ভুলে ছিনু ত্যাজি মায়া।
আঁখি খুলে দেখো মেয়ে সেই আমি,
প্রতিবাদ রোষে আজি রুখি সবই-
ব্যথা জয়ে রাখি দূরে নোংরামি ;
মনো দাবানলে বধি ভ্রষ্টামি ।