সাগর কূলে ছোট্ট ভূমি,
মন্দারমণি তুমি-
কুলহরিণী স্বল্প স্রোতে;
ভাসিয়ে বেলাভূমি।
আজ তবো হাল, হয় কি রকম,
ভরিয়ে সাগর তল-
হোটেল রিসোর্ট ইচ্ছা মতন;
ভরেছে স্রোতের স্থল।
না মেনে আইন, গার্ড ওয়াল যত,
তীর ভেঙে গেছে নেমে-
সতেজতায় বলীয়ান তুমি;
মানবতা গেছে থেমে।
বহুযুগ ধরে অতল স্রোতে,
গড়েছিলে বালু বীথি-
আজ কেন হায় অসীম নীলে;
কেড়ে ছেড়ে চলো স্থিতি।
হে দয়াল তুমি, মানব হৃদয়ে,
দাও সুমতির আবেগ-
আসুক ফিরে তোমার পরশে;
দাও ফিরে সেই সবেগ।