সিক্ত বসন ব্যাকুল হৃদে,
তপন কিরণ আলোক ভেলায় -
আপন মনে মাতাল বোধে ;
শুভ্র ফুলের সুবাস ছড়ায়।
বৃক্ষতলে কার ওই ডাকে,
হর্ষ মনে শ্রাবণ বেলায়-
সুরের রাণী আবেশ ফাঁকে;
লাজে রাঙা স্বপন মালায়।
সদ্য স্নাত আদ্র কেশে,
পবন মুখর সাগর বেলায়-
ভোরের রাগে সূর্য হেসে;
তৃপ্ত কায়া স্নিগ্ধ হাওয়ায়।
সাগর তটের উথল ঢেউয়ে,
আদুল পায়ে বালুর ছোঁয়ায়-
ঝিনুক খোঁজার অবশ ক্ষণে;
আবেগ ঝরে হিমেল হাওয়ায়।
আকুল প্রণয় ব্যথার আঁশে,
তড়িৎ চমক মনন গাঁথায়-
নিঝুম দুপুর বুকের ভাঁজে;
মন যে রঙিন কি সেই পাওয়ায়?