চিত্ত বড়ই চঞ্চল আজ ভাবুক মনের মাঝে,
বাস্তবের এই ভবের খেলা করুণ সুরে বাজে-
মান অভিমান রাগ অনুরাগ হৃদয় জুড়ে তার;
আর না থাকুক আর না ফিরুক মনের মাঝে আর।
কথার ডালি করুণ স্বরে সকাল সন্ধ্যা সাজে,
ব্যথায় ভরে উদয় অস্ত যাচ্ছে মনন লাজে-
কতই লেখা বৃথাই সবে বুকের মাঝে বাজে;
হায় রে হায় ভাবুক মনটা কেউ না সঠিক বোঝে।
ভব্যতার ওই মাত্রা সকল ধোঁয়ায় ভেসে চলে,
আর কত কাল রইবে বাঁধন লক্ষ্মী ছাড়ার দলে-
সমাধান কি নেই কি কোনো ভালোবাসার তালে?
মানব কিছু রহে যে আজি ভবের যাঁতাকলে।