বলিউড আঁখে আজি,
ঘনিয়াছে কালো মেঘ-
ফের মহা তারকার ;
জীবন যে হলো শেষ।
শোক ভরা তাপে আজি,
নীরব যে দেশ জন -
স্মৃতি ভারে নুয়ে ঋষি;
কাপুরের প্রাণ মন।
সহে কত জ্বালা হায়,
কর্কট বেদনায়-
রেখে গেল কত কিছু;
ভরা স্মৃতি আঙিনায়।
চিত্র স্বদেশে আজ,
হারালো যে কত মান-
শিল্পীর মহা রাজে;
পেল সহস্র সম্মান।
অভিনয়ে অধি প্রাণ,
জ্বালায়ে গিয়াছে জ্ঞান-
শত কোটি সেলামে;
গাই তাঁর জয় গান।