অন্ধকারের হাত ধরে এক আরেক অন্ধকারে,
মানবদেহের খন্ডে আজি মানবতারই লাজে-
নবচেতনার আলোর আশায় করুণ মিনতি স্বরে;
নির্জিবতার দাবানলে আজ পাশবিকতায় কাঁদে।
তিলোত্তমার আকুল দেহ রক্তে ভেজা লাল,
প্রতিবাদের প্রতীক মন্ত্রে জীবনের বলিদান-
ধর্ষকদের ভয়াল হাতে রক্তবিজে নাকাল;
হায়রে দ্রোহের মহৎ মূল্যে জীবনের মহাদান।
মূল্যবোধের শ্বাসরোধ ক'রে যাদের নৃশংসতায়,
শাসন শোষণ কণ্ঠ রোধে অপরাধী যারা তারা-
বিচার শাস্তি কঠোর সাজা চলুক তৎপরতায়;
দুর্বিষহ মৃত্যুবাণে বিদ্ধ হোক যে তারা।
আর কতকাল ঘাত প্রতিঘাতে চলবে এ বলিদান,
ফিরবে যে কবে নব সত্ত্বার উন্নত মহাকাল-
কতদিন আর অপরাধীকুল চালাবে তাদের বাণ;
সর্বলুটেও ফেলে সবকিছু শ্মশানই শেষকাল।