বৃষ্টি রাণী ভীষণ দুখী,
কাঁদছে সারাটা দিন-
উথাল পাথাল মনটা যে আজ;
তাইতো হয় বিলীন।
ভাসছে ধরা জলের তলে,
মানুষ হয় নাকাল-
গৃহ অতলে বন্দী সবাই;
শস্য হবে আকাল।
বৃষ্টি রাণীর অশ্রু যে আর,
হল না আজও যে শেষ-
হপ্তা শেষে ঝরতো যদি;
হতো যে তবু বেশ।
চাষীর মন যে বড়ই দুখী,
ক্ষেত যে ভাসে জলে-
শস্যগুলোর হালটা কঠিন;
অমিল হলো তো বলে।
বৃষ্টি রাণী এবার তুমি,
শান্ত হও যে বটে-
অশ্রু করুণ বন্যা জ্বালায়;
স্বস্তি পাবে কি তবে ?