অশীতিপর মানুষ জনে করুণ শীতের ভাঁজে,
নেই যে ভালো, আড়ষ্ট সব, তীব্র হিমেল সাঁঝে-
চক্ষু মুদে উদাস হিয়ায় নিঃস্ব ভাগ্য মাঝে;
পথের ধারে ভয়াল কাঁপে একটু উষ্ণ খোঁজে।
মোরা কেমন সবাই কতোই উষ্ণ পোশাক পড়ে,
শীতলতার আমেজটুকু মেটাই বুকটা ভরে-
কতই বাহার, নানান রঙের, কতই রকম ভেদে;
কাবু করি হিমেল হাওয়া হরেক পরিচ্ছেদে।
চলার পথে অনাথ শিশু ছেঁড়া পোশাক গায়ে,
বুক ভাসিয়ে অশ্রু তাপে শৈত্য জ্বালায় চাহে-
হয়তো কেবল ছোট্ট চাদর শীত নিবারণ করে;
পথের ধারে উদাস তাকায় মোদের পরিধানে।
পারি না কি? একটু হৃদয় একটু পাশে গিয়ে,
গরম পোশাক, ছোট্ট দানে উষ্ণ পরশ দিয়ে-
স্নিগ্ধশীতল আমেজ তাদের, মুক্তি হৃদয় জুড়ে;
'ওরাও মানুষ' এই ভাবনায় বাঁচুক পথের তীরে।