মানুষ যত চায় যে বড়ো,
জীবন ভোগের তালে-
স্বপ্ন দেখে করে যে জড়ো;
ধনীর জীবন চালে ।
চাল চলনে ইচ্ছে মতো,
নকলে পরের জীবন -
সুখ যে না পায় নিজের তত;
ভোলে যে নিজের ওজন।
আত্ম কষ্ট দোলায় মনে,
স্বস্তি না থাকে প্রাণে-
পর কে দেখে চিন্তা করে;
সব যে পায়না জীবনে।
মানুষ যদি বুঝত তবে,
প্রকাশ না হত প্রাণে-
পাওনা সবের মর্ম বুঝে;
শান্তি জাগাতো মনে।
হায়রে মানব জীবন পথে,
ভাবতো এ কথা যদি-
নিজের তালেই বাঁচতো তবে;
থাকতো না অনুকৃতি।