হৃদয়ের উঠোনে ছিল ছবি আঁকা,
ফেলে আসা দিনগুলো শুধুই যে বাঁকা-
মন বড় হারায় যে দিগন্ত বাঁকে;
জীবন যে না সয় হৃদয়ের ফাঁকে।
কত দেশে শত লোক হারায় জীবন,
এলোমেলো ঢেউ সেথা জীবন মরণ-
মৃত্যু মিছিল যত যাক ওই চলে;
নতুন বছর যেন পুরাতন ভোলে।
যত ব্যাথা যত লয় নিয়ে যাক চলে,
তাকাবোনা মোরা আর পিছন ফিরে-
যুদ্ধে বাঁচাই এই সভ্যতা মেলা;
সংহার করি যত ভাইরাস খেলা।
করুণের স্মৃতিগুলো যাক দূরে চলে,
ভরে থাক সেথা যত আশায় দুলে-
নতুন বছরের এই নতুন সকাল;
গড়ুক নতুন দেশ হৃদয় মাতাল।