হৃদয় উঠোনে ছিল যত ছবি আঁকা,
ফেলে আসা দিনগুলো ছিল বড় বাঁকা-
মন পাখি হারায় যে দিগন্ত বাঁকে;
করোনার ভীতি ভরে হৃদয়ের ফাঁকে।

কত দেশে শত লোক হারায় যে প্রাণ,
এলোমেলো দিন ভোর জীবন পাষাণ-
ব্যথা মাখা যত ঢেউ নিয়ে যাক চলে;
আত্ম প্রদাহ যত যাক ভেসে জলে।

কাঁটাভরা দিনগুলো ঝেড়ে মুছে ফেলে,
নতুন বছর যেন পুরাতনে ভোলে-
জীবন যুদ্ধে বাঁচাই ধরণীর মালা;
সংহার করি যত ভাইরাস জ্বালা।

করুণ স্মৃতির দিন না আসুক ফিরে,
আশার স্বপ্নগুলো ভরে থাক শিরে-
গড়ুক নতুন দেশ হৃদয় মাতাল;
নব বরষের এই নতুন সকাল।


অন্তরের এই বাসনাই যেন চিরস্থায়ী হয়
এই আশা নিয়েই জানাই ~
🌻🙏 শুভ নববর্ষের সু প্রভাত 🙏🌻