কেউ বলে বোকা লোক, কেউ বলে রাগী,
কারো কাছে পাকা আজ, কারো কাছে পাজি-
সুজন আর পরিজনে ডাকে উপনামে;
যে ভাবে সে দেখে, নিজেকেই ভাবে।
আমি তবে কেমনটা, মজে হাসি সদা,
যে নামেই আবাহন, আমিতেই রাজা-
ভাবনাটা মনে তার, তারা দেখে যেটা;
থাকি ভরা নন্দে, মনে সাদামাটা।
চিন্তনে নানা মুখ, অভিধেয় মাখি,
রকমারি নানা রূপ, ভাবনাতে থাকি-
নেই ক্ষম মাথাব্যথা, ভাসি রঙে আঁকা;
উপভোগ করি সদা, নামাবলী খানা।