এই পথ দূর পানে চলে যায় যাক,
সময়টা অসময়ে নাই থেমে থাক-
সীমিত পাথেয় হাত মুঠো ভরা পথে;
ভুল সহগামী মন রং মাখা গতে।
চেনা জানা মুখ মাঝে সুপ্ত গরল,
পথ হোক বাঁকা তবু সাহসী সরল-
মায়াভরা মন মাঝে এলোমেলো রেখা-
অচেনা বিবর নিয়ে চিনতে যে শেখা।
কত খেলা কত হেলা হৃদয়টা জুড়ে,
স্মৃতিগুলো দরিয়ায় তোলা পালে উড়ে-
বাঁশরী সুরের তানে ভেসে যায় আলে;
ভবের দুনিয়া কাঁপে মুখোশের জালে।