আর কতকাল অকাল বাণে প্রাণগুলো যাবে ঝরে,
কতদিন আর স্বপ্ন আশা ঘুরবে দোরে দোরে-
হিসাব কিছু নাই তো মেলে গণতন্ত্রের ছলে;
মানবিকতার হচ্ছে হরণ কি ভীষণ কৌশলে।
অকারণে কার ইশারায় বিধছে বুলেট বুকে,
পড়ছে খসে জীবন তারা জ্বালিয়ে আগুন দুখে-
নেই কোনো দায় কারোর দেখি চলছে দরাদরি;
প্রাণের ছেলের হচ্ছে বলি শ্মশান হচ্ছে বাড়ি।
বিভীষিকাময় নির্বাচনের ওই রক্ত সমর ক্ষণ,
সিংহাসনের রণাঙ্গনে পরাজিত হোক ধন-
সুস্থ ভুবন রাজ্য নীতি আওয়াজে উঠুক ভেসে;
জাগুক আশায় নতুন কিরণ বর্ষ বরণ বেশে।