মন মাঝে ব্যথা ভরা ভব তরণী,
ভয়াল ঝড় যে বহে প্লাবিত ধরণী;
বিক্ষোভে জড় হৃদ খণ্ড আধার-
মন কাঁপে নিরাশায় যামিনী আমার।
অবনত ব্যথা চাপ নিয়ে ভরা বুকে,
রাত শুধু যায় কেটে জাগা আঁখি দুখে;
বেদনার ঘোরে যাই কোথা যেন মিশে-
চারিপাশ শুনশান হৃদয়টা পিষে।
আঁধারের মাঝে কোথা একা হেঁটে যাই,
পুরোনোটা ফেলে এসে নতুন যা পাই;
মনখানা জুড়ায়ে শান্তি না আসে -
ব্যাকুল হৃদয় তবু খুঁজি কাকে পাশে।
মাঝে সদা হারিয়ে যে মন যেতে চায়,
সুখ দুখ নত শিরে হতাশার পায়;
সব কিছু থেকে তবু থাকি না যে চালে -
এ কি খেলা দেখি ভরে আমার কপালে।