মধুমাসের এই চৈতী সকাল,
শিমুল পলাশ পুষ্প বাহার-
ধরণী যে আজ রঙিন সাজে;
রঙের খেলা হৃদয় মাঝে।
মধুকাল কল কাকলি মাঝে,
খুশির জোয়ার মনের ফাঁকে-
বকুল তলায় উথাল পাথাল;
হৃদয় স্মৃতির মধুর পাহাড়।
স্নিগ্ধ ভোরের আলোয় রাঙা,
মনের কোণায় স্মৃতির আঁকা-
রোমন্থনে মন ভারী যে আজ;
হৃদয় ব্যাকুল, নেই কোনো কাজ।
মনন বাঁকে কি সেই চাওয়া,
স্মৃতির স্রোতে কত কি পাওয়া-
বকুল তলায় আবেশ মাঝে;
আকুল পরাণ হিসাব খোঁজে।