দিবা রাতই সদা খোঁজে,
মন দিয়ে কথা সাজে-
মুখোবইয়ে মেতে থাকে;
চারিপাশে কি যে ঘটে।
সারাদিন পেশা পরে,
নিশি ঘুম পরি ত্যাজে-
খুশি মনে কভু লেখে;
কভু ব্যাথা বুকে নিয়ে।
রাত জাগা দুটি আঁখি,
ঘুমে ভরা দুটি চোখে-
মুঠোফোনে সদা জাগে;
ক্লেশ ভরা তনু মনে।
বুক ভরা আশা নিয়ে,
লেখনীর সুর তোলে-
ছবি গাঁথে ধীর ছলে;
নীরবতা বুকে সপে।
আজ হায় ভাবি বসে,
কি বা করি মোরা সবে-
প্রেমের এই ভরা গ্রাসে;
অনুরতি মুঠোফোনে।