এ কোন্ ধরণী প্রলয়ের সাথী,
সাক্ষী করেছো তুমি-
জগৎটাকে বুকেতে জড়ায়ে;
করেছো বধ্য ভূমি।

পাপ অনাচার দিবস রজনী,
চাতুরী জগৎ জুড়ে-
তাই কি তুমি বাঁচাতে ধরণী;
গড়িছো নতুন সুরে।

ছলনার ভারে গোলক ধাঁধায়,
হিংসা নীতির রাজে-
শাসনের জালে জড়িয়ে বাঁধায়;
মুখ যে লুকাও লাজে।

জগৎ জাতির ক্রোধের শিখায়,
সহ্য হারায় মরণে-
অনেক মেতেছো ধ্বংস লীলায়;
নিও না প্রাণ আর চরণে।

শত কোটি নমো হে বিধাতা,
বাঁচাও ধরণী জাতিরে-
নব আশা নিয়ে এসো হে ত্রাতা;
ভরাও প্রাণেতে শ্বাস রে।