চারিপাশে মহা মরণ ব্যাধি,
দীপ যে আজি নিভলো কারই-
দাঁড়িয়ে আছি কার যে পিছে;
মৃত ভব লীলা দিয়েছে সারি।
কত ঘটে যায় অকাল প্রয়াণ,
কবে আসে ডাক তাইতো ভাবি -
কত জোয়ানের গেল আজ প্রাণ;
ভব লয় ভাঙ্গে ভীষণ ভারি।
এ কি দিন দুখী এল যে হায়,
ভয়াল সহসা মরণে সাজি-
প্রাণ বায়ু হয় সাঙ্গ কাদের;
প্রভাত উদয়ে হৃদয়ে কাঁপি।
একদিন নয় এ লোক ছাড়বো,
জীবন মৃত্যু ভয় না লাগি-
প্রাণ দম আঁশে যুদ্ধ করবো;
স্বপন জ্বালায়ে তাই তো জাগি।