আমি রাঙা পথের মাটি,
তুই গগন ভরা মেঘ-
শেষ বিকালের ফেরা পাখি;
জীবন মোদের বেশ।
তোর লাজুক মুখের হাসি,
ইচ্ছে মতো ওড়া-
রুনু ঝুনু সুরের বাঁশি;
মিষ্টি রসের ছড়া।
আমি উদাস হৃদয় পাগল,
তুই কামনার রোদ্দুর-
পরশ রঙিন ডানায় মাদল ;
উড়ে ভাস যদ্দুর।
তোর লিপ্সা কনক চাঁপা,
নতুন আলোর নিবাস-
সুরের স্বরে হিয়ায় কাঁপা;
শত আবেগের আবাস।
আমি শেষ গোধূলির কুলে,
তুই ছাড়িস না এই সাথ-
হৃদ মাঝারে বক্ষ মূলে;
চির সখী হয়েই থাক।