সরকার দেখো করিলো ঘোষণা,
বাড়িতে থাকো যে বাইরে যেওনা-
কর্ম না থেকে করি যে মজুত;
ভয়ে যে মরি করোনা অসুর।
ভাবো তো দেখি তাদের কথায়,
নিত্যমজুরী যে সেদিনই ফুরায়-
রুজিহীন ব্যথা চিত্র সেথায়;
স্বজনে কেমনে অন্ন যোগায়।
মোরা কি পারিনা কিছু কি করিতে,
গড়ে তহবিল পাশেতে দাঁড়াতে-
ভেবে বলো দেখো করি আহ্বান;
মজদূর জনে খুঁজি একবার।