এ কি ভরা আতঙ্কে কাটে দিন রাতি,
অহরহ চিন্তনে থাকে জন জাতি-
কি হবে কি হয় সদা দুরুদুরু বুকে;
রাজপথ জনহীন করোনায় পিষে।
নিজ নিজ অধিবাস রাখি সদা ধরে,
স্বপনে যতনে জপি ভবলীলা মনে-
না-বলা কত যে কথা মন দীপে ভাসে;
যত ছিল পরিতোষ বাঁধি সদা লাজে।
দিবস রজনী চলি নিয়মেরই শ্বাসে,
সকলে হৃদয় সহি মানবতা জালে-
আবাহন করি সবে করজোড় প্রাণে;
মোরা যেন রচী সুর নিধনের জয়ে ।