জোয়ার ভাটার জীবন নদে,
চাওয়া পাওয়ার নাই হিসাব-
সাদা কালোর ছন্দে মিশে;
টাকা পয়সার দীর্ঘ শ্বাস।
জীবন মরণ পায়ের ভৃত্যে,
বাদ প্রতিবাদ করে যে নাশ-
মান অপমান সহন নৃত্যে;
বিকিকিনির কি পরিহাস!
শাল পিয়ালের মধুর প্রেমে,
রাগ রাগিনীর ছন্দ তাল-
ঝড় বৃষ্টির মাতাল হাওয়ায়;
বন তমালের সতেজ শ্বাস।
আলো আঁধার যায় দূরিয়ে,
রাতদিনের ঐ ভাইরাসে;
ভাঙ্গাগড়ায় কাটে যে প্রহর ;
মানবতার ছল মুখোশে।