অতীতের যত কিছু,
পাওনাটা ছিল যা যা-
শুধু হায় ছুটি পিছু;
বুঝি আজ নাহি সোজা।
ভাবি বসে তাই সদা,
জীবনে যা পাই সাদা-
রাখি বুক মাঝে তাজা;
স্মৃতি নিয়ে ঘষা মাজা।
ফেলে আসা যতো কাজ,
করিতে তা নাহি লাজ-
দেওয়া নেওয়া ফাঁক মাঝে;
স্বপন যে দেখি আজ।
মন আজ ভারী কতো,
চাওয়া পাওয়া চিন্তায়-
কি যে লাভ ভেবে এত;
প্রাণ ভরে লজ্জায়।
ইহলোকে কাম ধাম,
বাঁধা থাকে এ ভবেই-
ধন ভরা বাসা প্রাণ;
যাবো ফেলে এ লোকেই ।