হরেক লিপির রঙিন মালায় ভূষণ বহর নিয়ে,
ভাবনা যত মনের গহীন কথার গাঁথা দিয়ে-
কলম তুমি দিবস রাতই ব্যস্ত সকল দেশে ;
ফোটাও যত ব্যাকুল আশা দুঃখ সুখে মিশে।
জটিল যত ভাবনা স্রোতে সরল ভাবুক হৃদে,
কবির কলম নিপুণতায় আবেশ ভরো কি যে-
জয়ের বাণী জাগাও মনে প্রেম বিরহ নিয়ে;
জনম জুড়ে ভাসাও জীবন সাধন করম দিয়ে।
তোমার বর্ণ মালায় কত সুখ ফিরে আসে প্রাণে,
শূন্য হাতে দুরাচার জনে ক্ষুব্ধ তোমার বাণে-
জ্বালাও আলো বিরহে কাতর কন্ঠ ভরা বিষে-
ক্লেশের অনল দহন সাজায় প্রাণের বায়ু মিশে।
বাদ প্রতিবাদ উচ্চ লয়ে খুঁজে চলো শ্বাস মানে,
তাইতো আজি তুমি বিনা অচল জগৎ জানে-
বিচার খোঁজে মুক্তির বাণী তোমার লেখনী তালে;
তোমার ছোঁয়ায় স্বর্ণ হাসি ফোটে কত মনো তানে।
যুগ যুগান্ত আশা নিয়ে যত বেঁচে থাকো ভব প্রাণে,
শ্রদ্ধা মান্য যেন রাখি সবে খুঁজে জীবনের মানে-
কদর তোমার আদর মনে মুছে দিয়ে যাক ছায়া;
ধরণীর জ্যোতি দৃপ্ত কলমে ভূষিত মানব কায়া।