মাস দিন কত বছর রাঙিয়ে,
জীবন সমর সাগর ভাসিয়ে-
শুধু খুঁজে ফিরি শুধুই তোমারে;
ক্লান্ত জনম প্লাবন মাতিয়ে।
সাগর পাহাড় ধরণী পেরিয়ে,
আঁধার আলোর তরণী ডিঙিয়ে-
খুঁজে ফিরি অহ: সেই যে তোমারে;
যুগ যুগান্ত তমসা তিমিরে।
জীবন কাঁটার মায়াভরা সাঁঝে,
নিশা দিন তব অবয়ব মাঝে-
খুঁজে ফিরি শুধু, শুধুই তোমারে;
জটিল ব্যথার হৃদয় অনলে।
সময় স্রোতের স্বপ্ন কাঁপিয়ে,
দুর্গম খাদ ঝর্ণা ছাড়িয়ে-
শুধু খুঁজে ফিরি, পাবো কি তোমারে?
আবেগে হারানো গোধূলি লগনে।
জানি না কোন্ সে রঙিন দিবসে,
খুঁজে পাবো সেই আমার তুমিকে-
সেদিন তব মনন আধারে;
প্রভাত তপনে রাঙাবো নিজেকে।