কত বসত আলয় ভাঙ্গে,
ওড়ায় ঘরের চাল-
বাঁধের আগল গলায়ে গাঙে;
ভাসায় জমির আল।
বৃষ্টি চরম ঘুর্ণি ঝড়ে,
দেশের বিশাল ক্ষয়-
কত ক্ষতির নাকাল ফেরে;
বাংলা যে নয় ছয়।
প্রবল ঘূর্ণি মহা দাপটে,
শঙ্কা ভয়াল ভয় -
করোনা কি পড়বে ফাঁপড়ে ;
করব কি রণ জয়?
আমপান তুমি এত সবেগে,
করলে কত কি ধ্বংস-
করি যে এত মিনতি কাতরে;
করোনার কর ধ্বংস।
মহামারি আর ঝড়ের ক্ষতি,
ঘনিয়ে মহা প্রলয়-
তালাবন্দীর কি হবে গতি ;
হবে কি মোদের বিজয়?