কেন সে আসে নয়ন জ্বালায়,
কেন দেয় উঁকি বার বার-
ক্ষনিক হাসিতে নেয় যে বিদায়;
হিয়ার কুসুমে বার বার।

কেন সে আসে হৃদয় হারায়,
কেন দেয় দেখা বার বার-
ক্ষনিক স্মৃতিতে নেয় যে বিদায়-
বিফল মনোরথে বার বার।

কেন সে আসে মায়ার আধারে,
কেন ভাসে মনে বার বার-
ক্ষনিক হরণে নেয় যে বিদায়;
চিত্ত আকুলে বার বার।

কেন সে আসে ব্যর্থ চেতনে,
কেন অনুভবে বার বার-
ক্ষনিক আবেশে নেয় যে বিদায়;
অনুভূতি ভারে বার বার।

কেন সে আসে শয়নে স্বপনে,
কেন অধরা বার বার-
ক্ষনিক পিয়াসী নেয় যে বিদায়;
বক্ষ কাতরে বার বার।