আজকে বড়ই ভাবনা মননে,
জাগেনি কখনো আগে-
মনের ব্যাথা প্রাণের কথা,
জ্বলেনি কখনো আগে।
কর্মনাশায় রহি যে দুয়ারে,
কাজ তো নাইকো শিয়রে-
কর্ম তরী যে বাঁধা আছে তীরে;
কবে তা ভাসাবে জোয়ারে।
আজকে হৃদয়ে ঐ যে সুধায়-
কাজ যে অনেক বাকি,
ধরণীর জালে জড়ায়ে রয়েছি-
পারি কি দিতে ফাঁকি ?
আবেগের পথে বৃথা যে দোলা;
সহে না মনে তো আর-
জগতের কাজে মানবের কাজে,
থাকি যেন বার বার ।