স্নিগ্ধ কোমল আঁখি দুটি পটে,
মৌন শোভন মায়াবী সাজে -
কমলিনী মেয়ে কার পথ চেয়ে?
সুশোভিত বেনু ঐ কালো কেশে।
ঘন মাখা নীল নভো সে তটে,
বালুচরী নব মাতাল সাঁঝে -
পথ চাওয়া শেষে আসে কি সে?
ছুঁয়ে মেঘমালা নীল অনিমেষে।
তড়িৎ বিজলী চমকের লাজে,
দেখিসনি তার মুখপানে চেয়ে?
সাড়া সে দেয় যে হরষ মানসে;
এসেছিল সে তো মিলন শাখে।